পাঁচ বছর আগে এই বঙ্গে ১৮ আসন বার করেছিল বিজেপি। রাজনৈতিক মহলের কাছে রাতারাতি মহেন্দ্র সিং ধোনি হয়ে গিয়েছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁরই সাজানো পিচে এবার ব্যাট করতে নেমে ডাঁহা ফেল বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের যা ফল, তাতে তৃণমূল ঝড়ে উড়ে গিয়েছে বিজেপি। ২০২১ বিধানসভার পর এই লোকসভাতেও ফের প্রমাণিত হচ্ছে বাংলা বিজেপির কাছে কার্যত আউট অফ সিলেবাস।
উত্তর থেকে দক্ষিণ, এবার প্রচারে এসে রাজ্যে ৩০-৩৫ আসনের দাবি করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। গণনার আগে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, গাড়ি ঠিক পথে চলছে। কিন্তু মঙ্গলবার সকালে ইভিএম খুলতে দেখা গেল, বঙ্গের রাস্তায় ফের ব্রেক ফেল বিজেপির।
পাঁচ বছর আগে উত্তরবঙ্গ এবার হাতছাড়া। ফলে প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গেও। এমন কী যে বসিরহাট বিজেপিকে নির্বাচনের আগে অক্সিজেন দিয়েছিল, সেখানেও ধরাশায়ী পদ্ম শিবির। সন্দেশখালিতেও হেরেছে বিজেপি। দিলীপ, অগ্নিমিত্রা থেকে লকেট, মঙ্গলের বারবেলায় শুধুই ব্যর্থতার সংবাদ বঙ্গ বিজেপির কাছে।