বাংলা ঘরের মেয়েকে চেনে। কিন্তু ঘাটাল চেনে ঘরের ছেলেকে। শনিবাসরীয় ভোট-ষষ্ঠীতে সেই ছবিই দেখল পশ্চিম মেদিনীপুরের লোকসভা কেন্দ্র ঘাটাল। সকাল থেকে যেখানে পথে ঘাটে আটকে গেলেন বিজেপি প্রার্থী হিরণ। সেখানে প্রতিটি বুথে গিয়ে ভোটারদের আশীর্বাদ নিলেন তৃণমূল প্রার্থী দেব। একটি বুথে দেখা গেল এক ভোটারের পা ছুঁয়ে নমস্কার করতে।
এবার পরের গন্তব্য। গ্রামের পথ ধরে চলেছে একটি বাইক। কিন্তু পিছনে কে ? মাথায় হেলমেট। হ্যাঁ ঠিকই ধরেছেন বাইকের পিছনে বসে রয়েছেন প্রার্থী দেব। আসলে তিনিও গ্রামের ছেলে। পর্দায় তিনি হিরো। কিন্তু তিনি ঘাটালের ছেলে। তাই বুথে ঢুকলেন সাধারণ মেজাজে।
হাতের সামনে দেব। সেলফি তো লাগবেন। বেজায় গরম। ছুটতে হচ্ছে সব জায়গাতেই। তাতেও ভোটারদের আবদার ফেরালেন না। বিভিন্ন বয়সের সঙ্গে অবলীলায় পোজ দিলেন। মুঠো ফোনো বন্দি থাকল প্রার্থী দেব। থুরি ঘাটালের ঘরের ছেলে দেব।