ভোটপ্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রচার করতে করতে অতিরিক্ত গরমের কারণে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত গোটা কর্মসূচি বাতিল করে দেওয়া হয়।
দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সায়নীর ভাঙড়ের শানপুকুর, ভোগালি-১ ও ভোগালি-২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন। হুডখোলা গাড়িতেই প্রচার করছিলেন। প্রচারের মধ্যেই সায়নী দলীয় নেতা-কর্মীদের জানান, তিনি অসুস্থ বোধ করছেন। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে তাঁকে নামিয়ে নিয়ে আসা হয়।
আরও পড়ুন - ইন্ডিয়া জোটের সমর্থন নিয়ে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, তমলুকে দাবি মমতার
কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নিজের গাড়িতে করে প্রচার শুরু করেন। কিন্তু তার পরেও ফের অসুস্থ বোধ করায় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়। তাঁকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে।