বঙ্গে দুর্জ্ঞেয় ডায়মন্ডহারবার। লোকসভার ভোটের আগে এই দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইভিএম খুলতেই অভিষেকের সেই দাবি প্রমাণ করতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার এই কেন্দ্র। শেষ পর্যন্ত পাওয়া খবরে এই কেন্দ্র থেকে এক লক্ষের বেশি ভোটে এগিয়ে অভিষেক। উল্লেখযোগ্যদের মধ্যে এগিয়ে রয়েছে ঘাটালে দেব, যাদবপুরে সায়নী, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, বিষ্ণুপুরে সুজাতা মন্ডল এবং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদ।
কোচবিহার ও বালুরঘাটে এখনও পর্যন্ত পিছিয়ে বিজেপির নিশীথ প্রামাণিক এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পিছিয়ে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। নিজের গড়ে কঠিন লড়াইয়ের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তমলুকে পিছিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এগিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।