তাঁর চোখে জল। সেই জল ধরা পড়ল এডিটরজি বাংলার ক্যামেরায়। ভোট প্রচারে বেরিয়ে বাংলার মহিলাদের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলার মহিলাদের নিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না বিশ্বকাপজয়ী প্রাক্তন এই ক্রিকেটার।
গত ১০ মার্চ কলকাতার ব্রিগেডের মাঠে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক ছিল তাঁর নাম। এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইউসুফ পাঠান জানালেন, সেই ঘোষণা এখন তাঁর দায়িত্ব। ভোটে জিতে বাংলার মা-বোনদের ঋণ ফিরিয়ে দেবেন।
ভোটের কাজে অনেক টাকা লাগে। আর সেই টাকাই তাঁদের ভাই ইউসুফকে তুলে দিয়েছেন বহরমপুরের অনেক মহিলা। সংসারের থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে ভাই ইউসুফের পাশে দাঁড়িয়েছেন বহরমপুরের দিদিরা। তাঁদের এই সাহায্য জীবনে ভুলবেন না ইউসুফ।
প্রচারে বেরিয়ে ইউসুফ জানিয়েছেন, বহরমপুরে তাঁকে প্রার্থী করে বিরাট দায়িত্ব কাঁধে দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর দাবি, রাজনীতির বাইশগজে এসে মনে হচ্ছে তিনি ফেঁসে গিয়েছেন। তবে, এখান থেকে বহরমপুর জিতে বাংলার মা-বোনদের ঋণ ফিরিয়ে দিতে চান পাঠান।