বাংলা ভাষায় এখনও তিনি স্বচ্ছন্দ নন। কিন্তু রোজই শিখছেন এই ভাষা। জানতে চাইছেন বাংলার সমাজকে। তিনি বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবেকে তিনি জানালেন, বহরমপুরের নির্বাচনী বাইশ গজে খেলা হবে। কারণ, বাংলার মানুষ সবসময় খেলা ভালবাসেন।
বাংলার মাটিতে এবার তিনি ভোটের ময়দানে। এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবেকে পাঠান জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই এসেছিল তাঁর কাছে ভোটে দাঁড়ানোর প্রস্তাব। মমতার প্রস্তাবে তিনি না করেননি। কারণ, বরাবর দায়িত্ব নিতে তিনি ভালবাসেন। তাই বাংলার মানুষের জন্য নতুন কিছু করতে চান। চান বহরমপুরের মানুষের সবসময় পাশে দাঁড়াতে।
বাঙালি রান্নার প্রেমে পড়ে গিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার। ইউসুফ জানালেন, প্রচারে বেরিয়ে যাঁদের বাড়িতে যাচ্ছেন, তাঁরাই তাঁকে মাছ খাওয়াচ্ছেন। বাঙালি খাবার খেতে তাঁরও ভাল লাগছে। তবে, যাই হোক না কেন বহরমপুরের মানুষ এখন তাঁর দায়িত্ব। আর সেই দায়িত্ব তিনি পালন করবেন।