দেশের মানুষ বিজেপির মেরুদন্ড ভেঙে দিয়েছে। বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন নরেন্দ্র মোদী। নৈতিক দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে তাঁর পদত্যাগ করা উচিত। মঙ্গলবার লোকসভা ভোটে তৃণমূল ও ইন্ডিয়া জোটের বিপুল জয়ের পর এই দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেছেন মমতা। এবারের লোকসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের জন্য বাংলার মানুষের কাছে তিনি কতৃজ্ঞ বলে জানান মমতা।
এবার ৪০০ পার। এই টার্গেট নিয়েই এবার লোকসভার ময়দানে নেমেছিল বিজেপি। ভোট প্রচারে তৃণমূল নেত্রী দাবি করেছিলেন, এবার ২০০ আসনের বেশি পাবে না বিজেপি। রাজনৈতিক মহলের মতে, মঙ্গলবার ইভিএম খুলতে তৃণমূল নেত্রীর এই দাবি কার্যত ফলে গেল।
এদিন মমতা জানিয়েছেন, দেশের মানুষ নরেন্দ্র মোদীকে শিক্ষা দিয়েছেন। কারণ, যে ভাবে বিজেপি দেশের মানুষের উপর অত্যাচার করেছে, তাতে ভারতের জনগণ দিল্লির মসনদ থেকে কার্যত তাদের প্রায় দূরে ঠেলে দিয়েছেন। রাজনৈতিক মহলের দাবি, এবারের প্রচারে বারে বারে ২০০৪ সালের উদাহরণ টেনে ছিলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার ফের তা স্মরণ করালেন।