সিপিএম এজেন্টের স্বামীকে মারধরের অভিযোগ ভোটের আগের দিন উত্তপ্ত হল গাঙ্গুলিবাগান এলাকা। অভিযোগ শাসক তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, স্থানীয় থানা দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিন সকালে ওই এলাকায় আক্রান্ত হন প্রণব দাস ও শান্তিরঞ্জন সাহা নামের দুই সিপিএম কর্মী। প্রতিবাদে পথে নামেন বামেরা। সকালের পর দুপুরেও ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়। আরও দুই সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সৃজন ভট্টাচার্য।
তাঁর দাবি ভোটের আগে সন্ত্রাস করেও বামেদের রোখা যাবে না। কারণ মানুষ রাস্তায় বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন। তাঁর অভিযোগ, শাসক দলের হয়ে এলাকায় কাজ করছে পুলিশ।