রামকৃষ্ণ মঠ ও মিশনকে নিয়ে জনসমক্ষে এবার নিজের অবস্থান ফের স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার ওন্দায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এবং অরূপ চক্রবর্তীর হয়ে নির্বাচনী প্রচারে মমতা জানান, তিনি কোনও প্রতিষ্ঠানের বিরোধী নন। তিনি কেবল দু একজনের কথা বলেছে। তাঁদের মধ্যে একজন কার্তিক মহারাজ।
এদিনের সভায় তৃণমূল নেত্রী সাফ জানান, তিনি খবর পেয়েছেন ভোটের দিন তৃণমূলের এজেন্টকে বসতে দেননি। তৃণমূল নেত্রীর অভিযোগ, এই কার্তিক মহারাজ ধর্মের নামে এলাকায় বিজেপি করে বেরান। ছানার ব্যবসায়ীদের উস্কাচ্ছেন। মমতার দাবি, সব খবর আসে তাঁর কাছে। একইসঙ্গে তৃণমূল নেত্রী সংযোজন, কার্তিক মহারাজ রাজনীতি করতেই পারেন, তাতে তাঁর আপত্তি নেই। কিন্তু বুকে পদ্ম ফুল লাগিয়ে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন মমতা। এ ভাবে আড়ালে থেকে নয়।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আইনি চিঠি পাঠালেন কার্তিক মহারাজ। চার দিনের মধ্যে ওই চিঠির উত্তর না দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগের সমর্থনে জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, কার্তিক মহারাজ তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেবেন না বলেছেন। পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের ওই মহারাজকে সাধু বলে মনে করেন না বলেও দাবি করেন তিনি।