লোকসভা ভোট এগিয়ে আসছে। নির্বাচনের ময়দানে প্রার্থীরা জোরকদমে প্রচার শুরু করেছেন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে রাজ্যে ৭ দফায় লোকসভা নির্বাচন। ভোট ঘোষণার পর থেকেই প্রার্থীদের আদর্শ আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোটারদের মনেও নানা বিষয়ে প্রশ্ন জাগছে। সুরক্ষিতভাবে ভোট দিতে তাঁদেরও মেনে চলতে হবে বেশ কিছু নিয়মবিধি।
কমিশনের নির্দেশ ভোটগ্রহণ কেন্দ্রের অন্দরে ভোটাররা কোনও গ্যাজেটস ব্যবহার করতে পারবেন না। যেমন মোবাইল, ক্যামেরা, হেডফোন, স্মার্টওয়াচ কিছুই চালু করা যাবে না।
West Bengal Weather Report: রবিবার সকালে আকাশের মুখভার, ঝেঁপে বৃষ্টি শহরতলিতে, ভিজতে পারে কলকাতাও
ভোটারদের সুবিধার্থেও একাধিক চিন্তা ভাবনা রয়েছে কমিশনের, সেই মর্মে প্রতিটা রাজ্যের কাছে পৌঁছে গিয়েছে চিঠিও। ভোটারদের পাশাপাশি পোলিং এজেন্টদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে বুথগুলিতে। ভোট কেন্দ্রে বা বুথে টেবিল, চেয়ার ও বেঞ্চের ব্যবস্থা রাখতে হবে।