ভোট দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফার নির্বাচনে মিত্র ইনস্টিটিউশনে আসেন তিনি। বিকেল সাড়ে চারটে নাগাদ ভোট দেন মুখ্যমন্ত্রী। সকালে এই মিত্র ইনস্টিটিউশনেই ভোট দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী থাকলেও বেলা করেই ভোট দিতে আসেন মমতা। এবারও তাঁর অন্যথা হয়নি। রাজ্যে সপ্তম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও ভোট শান্তিপূর্ণ হয়েছে।
এদিন মিত্র ইনস্টিটিউশনে মুখ্যমন্ত্রী যাওয়ার পরই তাঁকে দেখতে ভিড় জমে যায়। সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়। এলাকার মহিলারা এসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
সপ্তম দফার ভোটের দিনই INDIA জোটের বৈঠক। সেই বৈঠকে নেই তৃণমূল কংগ্রেস। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।