বিজেপি ভয় দেখাবে। তাতেও গণনা শেষ করে তারপর বাইরে আসতে হবে। চার তারিখের আগে সব তৃণমূল নেতাকে এই বার্তা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রবিবার কালীঘাট থেকে ভিডিও বার্তায় অভিষেক স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি গণনা কেন্দ্রে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এদিন ৪২ জন প্রার্থী সহ তৃণমূলের সব শীর্ষ নেতাকে এই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার থেকে রাজ্যের প্রতিটি গণনা কেন্দ্রের জন্য একজন করে অবজারভার তৈরি করছে তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেল থেকেই গণনা কেন্দ্রের মধ্যে যে এজেন্টরা থাকবেন, তাঁদের নিয়ে বৈঠক করার নির্দেশ দিয়েছেন অভিষেক। ওই বৈঠকে অভিষেক জানিয়েছেন, এর আগের ভোটেও বুথ ফেরত সমীক্ষায় তৃণমূলকে পিছিয়ে রাখা হয়েছে। কিন্তু বারবার দেখা গিয়েছে বাংলায় বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে।
এই বৈঠকেই তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন অভিষেক। সূত্রের দাবি, তাঁর হিসাব ষষ্ঠ দফার ভোটেই রাজ্যে তৃণমূল ২৩টি কেন্দ্রে জিতে গিয়েছে। বিরোধী দলগুলি ভোটগণনা কেন্দ্রে নানা প্ররোচনা দিতে পারে। সে ক্ষেত্রে দলের কাউন্টিং এজেন্টদের মাথা ঠান্ডা রেখে ভোট গণনায় অংশগ্রহণ করতে বলেছেন অভিষেক।