মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনা। দিল্লির গদিতে কে আসবে! NDA নাকি INDIA জোট। একাধিক সমীক্ষা সংস্থাগুলির ইঙ্গিত, ৪০০ আসন পার করতে চলেছে NDA। এবার জিতলে হ্যাটট্রিক করবে NDA জোট। টানা তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। বঙ্গে কোন কোন প্রার্থী এবার হ্যাটট্রিকের মুখে?
ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চাননি অভিনেতা। কিন্তু শেষ মুহূর্তে শীর্ষ নেতৃত্বের অনুরোধে ফের ঘাটালে প্রার্থী হন দেব। এবার তাঁর প্রতিপক্ষ ছিলেন আরও এক তারকা প্রার্থী হিরন। শাসকদল সূত্রে খবর, এই কেন্দ্রে দেবের জয় নিশ্চিত। জিতলে সংসদে হ্য়াটট্রিক করবেন দেব।
সম্ভাব্য হ্যাটট্রিকের তালিকায় আছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে ২০১৪ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৯ হয়ে এবার ২০২৪। দল বলছে, আরও একটি জয় সময়ের অপেক্ষা তৃণমূলের সেনানায়কের। জিতলেই তৃতীয়বার সংসদে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সম্ভাব্য হ্যাটট্রিকের পথে আরও এক তৃণমূলের প্রার্থী প্রতিমা মন্ডল। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব ও মগরাহাট পূর্ব- এই সাত বিধানসভা কেন্দ্রের ভোটাররা প্রতিমা মন্ডলের উপরেই গত দুবার ভরসা রেখেছেন। এবার তৃণমূল প্রার্থী জিতলে, সংসদে হ্যাটট্রিক করবেন প্রতিমা মন্ডল।