নির্বাচনী প্রচারে সচিনের ছবি ব্যবহার নিয়ে ইউসুফ পাঠানের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এরপর পালটা আক্রমণে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি স্পষ্ট জানিয়েছেন, "বিশ্বকাপ আমি জিতেছি। সেই ছবি ব্যবহারে কেন আপত্তি থাকবে?"
কী অভিযোগ?
নির্বাচনী প্রচারে বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করেছিলেন ইউসুফ পাঠান। এবং ওই ছবিতে রয়েছেন ভারতরত্ন সচিন তেন্ডুলকর। অধীরের অভিযোগ, এর ফলে নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে।
যদিও এবিষয়ে পাত্তা দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁর দাবি, "বিশ্বকাপ জিতেছি সেকারণে সেই ছবি আমার সঙ্গে রয়েছে।"