মঙ্গলবার দেশজুড়ে শুরু হল নির্বাচন। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ। এই দফায় ১৩০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজ্যেও তৃতীয় দফার চার কেন্দ্রে নির্বাচন। মঙ্গলবার ভোট শুরু মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর ও মালদা দক্ষিণ কেন্দ্রে।
নির্বাচন কমিশন জানিয়েছে, তৃতীয় দফার জন্য রাজ্যে ৩৩৪ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চার কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি স্পর্শকাতর কেন্দ্র মুর্শিদাবাদ। এই কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী মহম্মদ সেলিম। তৃণমূলের প্রার্থী আবু তাহের। বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ।
এদিকে আজ গান্ধীনগর কেন্দ্রে ভাগ্য পরীক্ষা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আহমেদাবাদে এই তৃতীয় দফায় ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।