দেশজুড়ে শুরু হল দ্বিতীয় দফার ভোট । এদিন, ১৩টি রাজ্যে মোট ৮৮ আসনে ভোটগ্রহণ । তার মধ্যে বাংলার তিন কেন্দ্র অর্থাৎ দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ কেন্দ্রে ভোট রয়েছে । সকাল ৭টা বাজতেই বিভিন্ন বুথে পৌঁছচ্ছেন ভোটাররা । কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ । ইতিমধ্যেই ভোট দিয়েছেন রায়গঞ্জে ভোট দিয়েছেন কৃষ্ণ কল্যাণী ও দার্জিলিঙে গোপাল লামা ।
দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়লা, হেমা মালিনী-সহ এক ঝাঁক হেভিওয়েট প্রার্থী । দেশের মধ্যে এদিন নজরে রয়েছে ওয়াইনেড কেন্দ্র । অন্যদিকে, বাংলায় বিশেষ নজর থাকছে বালুরঘাট কেন্দ্রে । এখান থেকে লড়ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এই দফায় মোট ১২০৬ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে।
বালুরঘাটের বিজেপির টিকিটে লড়ছেন গত বারের সাংসদ সুকান্ত মজুমদার । তৃণমূলের হয়ে লড়ছে বিপ্লব মিত্র । আরএসপি প্রার্থী করেছে জয়দেব সিদ্ধান্ত । দার্জিলিঙে চতুর্মুখী লড়াই । বিজেপির টিকিটে লড়ছেন রাজু বিস্তা, তৃণমূলের টিকিটে লড়ছেন গোপাল লামা, কংগ্রেস এখানে প্রার্থী করেছে মুনিশ তামাং । রায়গঞ্জে ত্রিমুখী লড়াই । তৃণমূলের হয়ে লড়ছেন কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী করেছে কার্তিক পালকে, কংগ্রেসের টিকিটে লড়ছেন আলি ইমরান ।