ঘাটাল, উলুবেড়িয়ার পর এবার কলকাতা । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ । পুলিশ সূত্রে খবর, ভোটের কাজ সেরে ফেরার পথে ওই জওয়ান এক মহিলাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ । ঘটনায় ওই জওয়ানকে আটক করেছে চিৎপুর থানার পুলিশ ।
জানা গিয়েছে, বারুইপুর থেকে ভোটের ডিউটি করে ফেরার সময় বাড়িতে ঢুকে এক মহিলাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ । জানা গিয়েছে, রবিবার রাতে বোনের সঙ্গে বাড়িতেই ছিলেন ওই মহিলা । অভিযোগ, রাত আড়াইটে নাগাদ ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মত্ত অবস্থায় ওই বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করেন । স্থানীয়রা অভিযুক্তকে মারধরও করে বলে অভিযোগ । পরে চিৎপুর থানার পুলিশ ওই জওয়ানকে আটক করে।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এই প্রথম নয় । লোকসভার ভোট চলাকালীন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তফসিলি জনজাতির এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল জওয়ানের বিরুদ্ধে । এছাড়া, হাওড়ার উলুবেড়িয়া এবং ভোটের দিন হুগলির শ্রীরামপুরেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল ।