কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র-র বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ । নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি । গেরুয়া শিবিরের দাবি, রাজ্য সরকারের স্টিকার দেওয়া গাড়ি ব্যবহার করছেন মহুয়া ।
বিজেপির অভিযোগ, শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার পর জেলা প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে সরকারি স্টিকার লাগানো গাড়িতে উঠেছিলেন মহুয়া । তার ভিডিও ও ছবির প্রমাণ-সহ নির্বাচন কমিশনকে ই-মেইল করেছে বিজেপি । শুধু তাই নয়, গাড়িতে মহুয়া মৈত্রের পাশে বসে থাকতে দেখা গিয়েছে নদিয়া জেলা পরিষদের সভাধিপতিকেও । সেখানে কীভাবে তিনি বসে থাকেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছে তাঁরা । যদিও এই বিষয়ে এখনও মহুয়া মৈত্রের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
কৃষ্ণনগরে মহুয়ার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে সেখানকার রাজমাতা অমৃতা রায়কে । চতুর্থ দফা ১৩ মে ভোট রয়েছে ওই কেন্দ্রে । শেষ হাসি কে হাসে, তা জানা যাবে ৪ জুন ।