Lokasabha Election 2024: সোমবার পঞ্চম দফার নির্বাচন, রাজ্যে কারা হেভিওয়েট, দেশের নজরে আমেঠী-রায়বেরিলি

Updated : May 20, 2024 01:15
|
Editorji News Desk

মধ্যগগনে লোকসভা নির্বাচন। সোমবার ভোট পঞ্চমী। পঞ্চম দফার নির্বাচনে দেশে ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ। রাজ্যে হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া, বনগাঁ, উলুবে়ড়িয়া, ব্যারাকপুরের মানুষও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এই পঞ্চম দফায় রাজ্যে হেভিওয়েট প্রার্থীর তালিকায় আছেন অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, প্রসূণ বন্দ্যোপাধ্যায়রা। আর দেশের হেভিওয়েটদের মধ্যে নাম আছে রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, পীযূষ গোয়েলদের। এক নজরে দেখে নেওয়া যাক, পঞ্চম দফায় কোন কোন কেন্দ্রের দিকে নজর থাকবে দিনভর।

সোমবার রাজ্যে সাত লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। ব্যারাকপুরে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্জুন সিং। ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভাতেও দেখা যায় তাঁকে। লোকসভা ভোটে তাঁকে প্রার্থী না করায় রাতারাতি দল ছাড়েন অর্জুন। ওই কেন্দ্রেই তাঁকে টিকিট দেয় বিজেপি। তৃণমূলের হয়ে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন পার্থ ভৌমিক। বাংলার অন্যতম হেভিওয়েট প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে প্রচার করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পার্থ ভৌমিকের হয়ে প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর কেন্দ্রে তাই যুযুধানে দুই পক্ষই।

লোকসভা নির্বাচনের আগেই বিতর্কিত CAA আইন লাগু হয়েছে। সোমবার বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ।  এই কেন্দ্রের রাজনৈতিক মানচিত্রে জ্বলজ্বল করে ঠাকুর বাড়ি। সব দলেরই পাখির চোখ মতুয়া ভোট। মোদী সরকারের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবারও বিজেপি প্রার্থী। বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস। এই কেন্দ্রে এবার  বিশ্বজিত দাসকে প্রার্থী করেছে তৃণমূল। ঠাকুর বাড়ির সদস্য শান্তনুকে তিনি কতটা টেক্কা দিতে পারবেন, নজর থাকবে সেই দিকে। 

এদিকে সোমবার শ্রীরামপুরেও যুযুধান। তৃণমূলের প্রবীণ প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফের প্রার্থী করেছে তৃণমূল। কল্যাণের প্রাক্তন জামাই কবীরশঙ্কর বোস প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে। এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। সোমবার হাইভোল্টে়জ লড়াই হুগলি কেন্দ্রে। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। এই কেন্দ্রের দিকে তাই বাড়তি নজর তো থাকবেই। হুগলি কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মনোদীপ ঘোষ। এদিকে হাওড়া কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে এই কেন্দ্রে লড়াই করছেন রথীন চক্রবর্তী। এই কেন্দ্রে বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়।

সোমবার বিহার, ঝাড়খণ্ড ওড়িশায় যথাক্রমে ৭, ৩ ও ৫টি আসনে নির্বাচন। জম্মু-কাশ্মীর ও লাদাখে একটি করে আসনে ভোটগ্রহণ আছে। উত্তর প্রদেশে ১৪টি আসন ও মহারাষ্ট্রে ১৩টি আসনেও ভোটগ্রহণ। রায়বেরিলি থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। আমেঠী কেন্দ্র থেকে হেভিওয়েট প্রার্থী বিজেপির স্মৃতি ইরানি। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মতো দুই প্রধানমন্ত্রী এই কেন্দ্র থেকে জিতেছেন। ২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রে টানা ৩বার জিতেছেন রাহুল গান্ধীও। ২০১৯ সালে এই কেন্দ্রে প্রথম জয় পান স্মৃতি ইরানি। ১৯৯১ সাল থেকে লখনউ লোকসভা কেন্দ্রে পদ্মের গড়। এই কেন্দ্রে প্রথম বিজেপির হয়ে জয়ী হন অটল বিহারী বাজপেয়ী। টানা ২০০৯ সাল পর্যন্ত টানা পাঁচবার এই কেন্দ্র থেকে জয়ী প্রার্থী তিনি। এই কেন্দ্রে বাজপেয়ির ধারাবাহিকতা ধরে রাখছেন রাজনাথ সিং। ২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন তিনি। এবার লখনউতে হ্যাটট্রিকের লক্ষ্যে রাজনাথ সিং। সোমবার দিনভর নজর থাকবে এই কেন্দ্রে। সোমবারের ভোটে নজর থাকবে পীযূশ গোয়েল, চিরাগ পাশওয়ান, ওমর আবদুল্লার মতো হেভিওয়েট প্রার্থীদের দিকেও। 

Loksabha Election

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM