মঙ্গলবার ভোটগণনা। তার আগে রাজ্যের দুই বুথে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। সোমবার সকাল ৭টা থেকে বারাসত ও মথুরাপুরের একটি করে বুথে ভোটগ্রহণ শুরু হয়। রবিবার এমনই নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হবে এই দুই বুথে।
রবিবার কমিশনের সচিন রাকেশ কুমার বারাসত ও মথুরাপুরের একটি করে বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেন। বারাসতের দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলের ৬১ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। এদিকে মথুরাপুরের কাকদ্বীপ বিধানসভার আদ্দিরমহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুলের ২৬ নম্বর বুথে ভোটগ্রহণ পর্ব চলছে।
১ জুন সপ্তম দফায় ভোট ছিল। একাধিক বুথে অশান্তির খবর আসে। অনেক অভিযোগও জমা পড়েছিল কমিশনের কাছে। রবিবার ছিল স্ক্রুটিনি। সেই স্ক্রুটিনি অনুযায়ী নির্দিষ্ট এই দুই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।