শেষ লগ্নে লোকসভা ভোট । বাংলায় ৯টি কেন্দ্রে চলছে ভোট । সপ্তম দফায় বিভিন্ন বুথে গিয়ে ভোট দিচ্ছেন টলি সেলেবরা । সকাল সকাল ভোট দিয়েছেন কোয়েল, সন্দীপ্তারা । শনিবার একটু বেলাতেই ভোট দিতে গেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী । কসবার একটি বুথে ভোট দেন মায়ের সঙ্গে ভোট দেন যাদবপুরের বিদায়ী সাংসদ ।
মিমিকে দেখা গেল সাদা কুর্তিতে । চোখে সানগ্লাস । একেবারে সামার পারফেক্ট লুক যাকে বলে । শনিবার গাড়ি থেকে নেমেই সোজা মা-কে নিয়ে বুথে ঢুকে যান মিমি । এদিকে, অভিনেত্রী বুথে পৌঁছতেই হুলস্থূল পড়ে যায় । ভোট দিয়ে বেরিয়ে অনেকের সঙ্গে সেলফিও তোলেন মিমি ।
গত লোকসভা ভোটে যাদবপুর থেকে প্রার্থী হয়েছিলেন মিমি চক্রবর্তী । যাদবপুর ৫ বছর আগে সাংসদ হিসেবে পেয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে । তবে, এবার আর ভোটে দাঁড়াতে চাননি অভিনেত্রী । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিমি । তাঁর পরিবর্তে এবার তৃণমূলের তুরুপের তাস সায়নী ঘোষ । দিন কয়েক আগে প্রচারে গিয়েও মমতার মুখে শোনা গিয়েছিল মিমির নাম । তিনি জানিয়েছিলেন, আগেরবার যাদবপুর সেভাবে সার্ভিস পায়নি । যদিও তাতে মিমি-র দোষ দেখেননি তিনি । সিনেমায় ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি । তাই এবার সায়নীর নাম প্রস্তাব করেন তাঁরা ।