সমস্ত এক্সিট পোলের হিসেবে নিকেশ উল্টে পাল্টে দিয়ে, মঙ্গলবার সকাল থেকেই একের পর এক চমক থাকছে বাংলার ভোট ফলাফলে। এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, বাংলায় কার্যত ধরাশায়ী বিজেপি। উল্লেখযোগ্য কেন্দ্র কৃষ্ণনগর, এবার কার্যত বিজেপির প্রেস্টিজ ফাইট ছিল ওই কেন্দ্রে। তৃণমূলের মহুয়া মৈত্ৰের বিরুদ্ধে এবার লড়তে নেমেছিলেন রাজমাতা অমৃতা রায়। সকাল থেকে জোর টক্কর চলছিল দুই প্রার্থীর মধ্যেই। কিন্তু বেলা গড়াতেই প্রায় ৫৮,৯৮৯ ভোটে এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র।
ফলাফলের সকালে একেবারে চনমনে মুডে দেখা গেল মহুয়া মৈত্রকে। চোখে সানগ্লাস এঁটে, ফুরফুরে মেজাজে সাইকেলে চড়ে ভোট কেন্দ্র থেকে বের হতে দেখা যায় তাঁকে। ইতিমধ্যেই কৃষ্ণনগরের জয় ধরে নিয়ে জেলার একাধিক জায়গায় শুরু হয়েছে উদযাপন। সবুজ আবির মেখে বাংলার একাধিক জায়গাতে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন।