সপ্তম দফায় ভোট হাইভোল্টেজ দমদম কেন্দ্রে। ওই কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ বারের সাংসদ সৌগত রায়। বুধবার সৌগত রায়ের সমর্থনে দমদমে পর পর দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দহের বিবেকানন্দ ময়দানে, এবং সূর্য সেন মাঠে দুটি সভা করার কথা তৃণমূল নেত্রীর।
Loksabha Election 2024: প্রচারে হামলার অভিযোগ, বুধে নতুন উদ্যমে জনসংযোগ সৃজনের
মুখ্যমন্ত্রীর সভার আগে, দমদমে আরও কিছু এলাকায় প্রচার সারলেন সৌগত রায়। বুধ সকালে , ঢাক ঢোল সহযোগে বিরাট মিছিল নিয়ে জনসংযোগ সারেন সৌগত রায়। ভোটারদের দারুণ সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন তিনি। ওই হাইভোল্টেজ কেন্দ্রে সৌগতের বিরুদ্ধে লড়ছেন বিজেপির শীলভদ্র দত্ত এবং সিপিএমের সুজন চক্রবর্তী।