সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট না দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর অভিযোগ, রাজ্যের প্রায় ১৫০০ পুলিশ ভিন রাজ্যে গিয়েছেন। ভোটের ডিউটি করার জন্য নিয়ে যাওয়া হলেও তাঁদের পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়নি।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনারা কি জানেন কত বড় অসম্মান? আমাদের রাজ্য থেকে নির্বাচন কমিশন ১৫০০ পুলিশকে নিয়ে গিয়েছে। মানে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যায়। আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে আসেনি, সেন্ট্রাল ফোর্স ছাড়া। কিন্তু আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যাঁরা গিয়েছেন তাঁদের পোস্টাল ব্যালট দেওয়া হয়নি। এই প্রথম নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্সকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অনুমতি দিয়েছে কিন্তু রাজ্য পুলিশকে দেওয়া হয়নি। তাহলে রাজ্য সরকার কর্মীদের কেন পোস্টাল ব্যালটে ভোট দিতে দেওয়া হবে না?"
এপ্রসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এভাবে চললে রাজ্য সরকার ভিন রাজ্য পুলিশকে ফিরিয়ে আনবে।