মামলা করার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের নির্বাচনী প্রচার সভা থেকে একথা নিজেই জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তাঁর অভিযোগ, কোনও তথ্য ছাড়া তাঁকে অনেকেই চোর বলেছেন। আর সেকারণে যাঁরা তাঁকে চোর বলেছেন তাঁদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"রোজ বলছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে। কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি হয়েছে জিজ্ঞাসা করুন। সব হাওয়া তুলে দিয়েছে।... আমি আদালতে যাচ্ছি মামলা করতে।"