কাঁথিতে নন্দীগ্রামের পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, জেতার পরেও তৃণমূল কংগ্রেস প্রার্থীদের শংসাপত্র দেননি অবজারর্ভার। তাঁরা রাজনীতি করেছেন বলেও অভিযোগ তাঁর।
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সেখানে ২৯টি আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল। যদিও শুভেন্দু গড় বলে পরিচিত কাঁথি এবং তমলুক দুটি আসনেই হারতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কাঁথিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিককে হারিয়ে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এবং তমলুকের TMC প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দুটি আসনে BJP- অনৈতিকভাবে জয় পেয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন?
তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, "তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময়ে, ওখানেও টোটালটা রিগ করেছে। তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে, VVPAT কাউন্টিং হলে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে ওটাতেও হেরেছে। দুই কন্টাই সিটে জেতবার পরেও অবজার্ভার পলিটিক্স করেছে। BJP-র অবর্জারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে।"