বড়ঞাঁর সভা থেকে নাম না করে ফের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তাঁর খোঁচা, "সকালে বিজেপির, বিকেলে সিপিএমের পা ধরেন।"
বুধবার ইউসুফ পাঠানের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়ঞাঁয় সভা করেন তিনি। তাঁর বক্তব্যের শুরু থেকেই অধীরকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তাঁর নাম বলতে চাই না। আমি যেমন গদ্দারেরও নাম বলি না। তেমনই ইন্ডিয়ান অ্য়ালায়েন্সের বড় গদ্দার এখানে আছেন। যে সকাল বেলায় বিজেপির পা ধরে এবং বিকাল বেলায় সিপিএমের পা ধরে।"