লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ওই বৈঠক করার কথা। যেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। ২৯টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর, জয়ী সকল প্রার্থীকেই ওই বৈঠকে উপস্থিত থাকতে হবে।
Read More- 'শহরে নেই', ED-কে চিঠি দিয়ে হাজিরা এড়ালেন ঋতুপর্ণা সেনগুপ্ত
সূত্র মারফত খবর, অনেক বিধায়ক লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এবং তাঁদের মধ্যে কয়েকজন জিতেছেন। সুতরাং পরবর্তীতে তাঁদের কী পদক্ষেপ হবে সেবিষয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। এর পাশাপাশি জয়ী প্রার্থীদের সংসদে কী করণীয় সেনিয়েও আলোচনা হতে পারে।