নির্বাচনী প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। তারপর প্রচার থেকে বেরিয়ে ব্যক্তিগত গাড়িতে করে অন্যত্র চলে যান তিনি। এর কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করেন মনোজ টিগ্গা। গেরুয়া শিবির সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, প্রবল গরমের জন্যই অসুস্থ হয়ে পড়েন তাঁরা।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে সোমবার চৌপথি এলাকায় রোড শো করেন মিঠুন চক্রবর্তী। হুডখোলা গাড়িতেই চলছিল রোডশো। সেসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্যক্তিগত গাড়ি করে অন্যত্র চলে যান তিনি।
এরপরেও পায়ে হেঁটে বেশ কিছুক্ষণ প্রচার করেছিলেন মনোজ টিগ্গা। কিন্তু তিনিও অসুস্থ হয়ে পড়েন। এদিকে মিঠুনকে দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন অনেকেই। কিন্তু মাঝপথ থেকে মিঠুন চলে যাওয়ায় অনেকেই আশাহত হয়েছেন।