ডোমকল ও কেশবপুরে ভুয়ো এজেন্টকে ধরলেন মহম্মদ সেলিম। মঙ্গলবার মুর্শিদাবাদের ডোমকলে দক্ষিণ নগর মাঠপাড়ার ১৪৫ নম্বর বুথে ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ডোমকলে নিজেই বুথে পৌঁছে যান মহম্মদ সেলিম। নিজেই সব কাগজ পত্র খতিয়ে দেখেন। অভিযোগের পরই গ্রেফতার করা হয় ওই ভুয়ো এজেন্টকে।
সিপিএমের অভিযোগ, তাঁদের এজেন্ট মোস্তাককে মারধর করা হয়। বুথে সিপিএমের কোনও এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। বুথকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। লোচনপুরের একটি বুথে যান বাম প্রার্থী। সেখানে বুথের ২০০ মিটারের মধ্যে তৃণমূল প্রার্থী থাকায় প্রশ্ন তোলেন সিপিআইএম প্রার্থী। এরপরই তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে তাঁর।
সেলিম বলেন, "তেঁতুলিয়া, ডোমকল শহরের কিছু এলাকায় বাধা হয়েছে তাঁদের এজেন্টকে। কোনও কোনও জায়গায় অস্ত্র নিয়ে ভিড় করে বাধা দেওয়ার চেষ্টা চলছে। পোলিং এজেন্টকে বাধা দেওয়া হয়েছিল।"