ফের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়ে সংসদে যাচ্ছেন মহুয়া মৈত্র। যাঁকে বহিষ্কার করা হয়েছিল গত বছরে। যদিও এইভাবেই BJP-কে জবাব দিতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর হলো সেটাই।
মহুয়া মৈত্রের সমর্থনে লোকসভা নির্বাচনে প্রচারে কৃষ্ণনগরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মহুয়াকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বাণ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বলেছিলেন, "মহুয়াকে জিতিয়ে ফের সংসদে পাঠানো হবে।" ভোট গণনা পর্ব শেষ হতেই সেই ছবিটাই স্পষ্ট হল।
Read More- কাজে এল না সন্দেশখালি ইস্যু, বসিরহাটে রেকর্ড জয়ের পথে তৃণমূল
টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে নাম জড়ায় মহুয়া মৈত্রের। সেই ঘটনায় তাঁকে বহিষ্কার করা হয়। যদিও তখন থেকেই মহুয়ার পাশে ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। BJP-র শীর্ষ নেতৃত্বকে তোপ দাগেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মহুয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এবং তাঁকে ফের সংসদে পাঠানোর জন্য একপ্রকার 'জেদ' ধরেছিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার দিনশেষে সেটাই হল। BJP-র প্রার্থী অমৃতা রায়কে ধরাশায়ী করে ফের দিল্লির পথে মহুয়া।