মুসলিম সম্প্রদায়কে নিয়ে পরোক্ষে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'যারা বেশি বাচ্চার জন্ম দেন.."। এবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন আইমিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। তাঁর দাবি, ভারতে সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন মুসলিমরাই। ওয়েইসি অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়াতে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী।
লোকসভা নির্বাচনে হায়দ্রাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসাদুদ্দিন। ১৯৮৪ সাল থেকে এই কেন্দ্র তাঁদের পারিবারিক দুর্গ। ২৭ এপ্রিল একটি সভায় তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেন৷ অথচ মোদী সরকারেরই তথ্য বলছে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার কমে গিয়েছে। বিজেপি এবং আরএসএস আসলে মিথ্যা ছড়াচ্ছে। তারা মিথ্যা দাবি করছে যে, মুসলিমরা ভারতে সংখ্যাগুরু হয়ে উঠবে। এর মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি তৈরির চেষ্টা চলছে।"
May Day 2024: ১ মে বন্ধ সোনাগাছি! চাই শ্রমিকের স্বীকৃতি, অধিকার বুঝে নিতে পথে নামছেন যৌনকর্মীরা
ওয়েইসি বলেন, "আর কতদিন মুসলিমদের নিয়ে ভীতি তৈরির চেষ্টা চলবে? আমাদের ধর্ম আলাদা, কিন্তু আমরা এই দেশের সঙ্গে একাত্ম।"