লোকসভা নির্বাচনে বালুরঘাটে গিয়ে দণ্ডিকাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদিবাসীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বালুরঘাটে ৩ আদিবাসী মহিলা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল। তৃণমূলের লোকরা তাদের হেনস্থা করেছিল। এমনকি আদিবাসী সমাজের উন্নয়নে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
কী ঘটেছিল?
২০২৩ সালের ৮ এপ্রিল চার মহিলা BJP-তে যোগদান করেছিলেন। এরপর ৯ এপ্রিল, তাঁরা ১ কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে ফের যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বিরোধীদের অভিযোগ, BJP-তে যোগ দেওয়ার জন্য তাঁদের দণ্ডি কাটিয়ে ফের তৃণমূলের প্রত্যাবর্তন করানো হয়েছে।
যদিও পুরো বিষয়টিকে ভালোভাবে নেয়নি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনার পর মন্ত্রী বীরবাহা হাঁসদাও তীব্র নিন্দা করেন। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে ফের সেই ঘটনার তীব্র নিন্দা করলেন তিনি।
কী বললেন নরেন্দ্র মোদী?
মোদী বললেন, "৩ আদিবাসী মহিলা BJP-তে যোগ দিয়েছিলেন। সেকারণে ওই আদিবাসী মহিলাকে পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে।"