ভাটপাড়ায় BJP প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে একটি কথাও খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা)। তবে তাঁর অভিযোগ, ভোট ব্যাঙ্কের জন্য সন্দেশখালির মহিলাদের ভয় দেখানো হচ্ছে।
কী বললেন নরেন্দ্র মোদী?
ভাটপাড়ায় নির্বাচনী সভায় মোদী বলেন, "সন্দেশখালি নিয়ে কী হচ্ছে তা গোটা দেশ দেখছে। সন্দেশখালির অপরাধীদের প্রথমে তৃণমূলের পুলিশ বাঁচিয়েছিল। এখন তৃণমূল একটা নতুন খেলা শুরু করেছে। তৃণমূলের গুণ্ডারা সন্দেশখালির বোনেদের ভয় দেখাচ্ছে, ধমক দিচ্ছে। কারণ শুধুমাত্র সন্দেশখালির মূল অভিযুক্তের নাম শাহজাহান শেখ। ওর বাড়ি থেকে বোম বন্দুক পাওয়া গিয়েছে। কিন্তু ভোট ব্যাঙ্ককে খুশি করতে ওঁকে ক্লিনচিট দিতে তৎপর তৃণমূল কংগ্রেস। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা প্রয়োজনীয়।"