মোদী মুখে আবারও জোট বন্দনা । NDA-র নেতা নির্বাচিত হয়ে শরিক দলগুলো-কে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী । শুক্রবারই নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে বসে NDA। সেখানেই সর্বসম্মতিতে নেতা নির্বাচিত হয়েছেন মোদী । প্রধানমন্ত্রী বলেন, ' সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমার কাছে অত্যন্ত খুশির বিষয় যে সকলকে স্বাগত জানানোর সুযোগ পেয়েছি। '
মোদীর বক্তৃতায় ফের জোটের কথা , NDA-র কথা । বিজেপি বা নিজের গ্যারান্টির কথা বললেন না । মোদী বলেন, 'সরকার চালাতে প্রয়োজন হয় বহুমতের। দেশ চালাতে প্রয়োজন হয় সর্বমতের।' NDA-র প্রশংসা করে তিনি বলেন, অন্যান্য জোট পাঁচ বছরের জন্য হয়। কিন্তু আমাদের জোট ৩০ বছরের। ৩ বার আমরা সরকার চালিয়েছি। চতুর্থবারে পা রাখছি। এনডিএ শুধু কয়েকটি দলের জোট নয়, এটা দেশের প্রতি দায়বদ্ধ মতবাদের সমুহ। '
এদিনের বৈঠকে ইন্ডিয়া জোট-কেও আক্রমণ করেন মোদী । তিনি বলেন, 'ফল বেরনোর পর দুদিন এমনভাবে চলল যেন আমরা হেরে গিয়েছি । এনডিএ সবথেকে মজবুত জোট সরকার। কিন্তু এর গায়ে কালি লাগানোর সবরকম চেষ্টা হয়েছে। দেশের মানুষ জানে আমরা হারিনি, হারব না। কিন্তু জিতলেও আমরা উন্মাদ হয়ে যাইনি।'
মোদী আরও বলেন, '৪ জুনের পর এই জোট ভেঙে যাবে। তাই-ই হচ্ছে। অর্থাৎ এরা ক্ষমতার লোভেই একজোট হয়েছিল। যতই মিথ্যা বলুক না কেন, জনতা জনার্দন বিশ্বাস করবে না। বলেছিল, ১ লাখ টাকা দেবে, আজ তাদের ধাক্কা মারছে, লাঠি মারছে। এটা দেশের গরিবদের অপমান।'