নির্বাচনী প্রচারে, এমন কী নির্বাচনের মাঝেও 'আবকি বার চারশো পার' হুঙ্কার দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু গণনার দিন দেখা গেল বিজেপি পাশ করল ঠিকই, কিন্তু রিপোর্ট কার্ড আশানরুপ নয়। ম্যাজিক নম্বর ২৭২-এর ধারে কাছেও গেল না বিজেপির আসন সংখ্যা। তবে এনডিএ উতরে গিয়েছে এই লোকসভায়। অর্থাৎ তৃতীয়বার দিল্লির মসনদে বসতে চলেছে এনডিএ জোট। নিশ্চিত হওয়ার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মোদী।
এই জয়কে 'ঐতিহাসিক' তকমা দিয়ে মানুষের সব আশা, সরকারের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিলেন বারাণসী থেকে তিনবার জিতে হ্যাটট্রিক করা নরেন্দ্র মোদী। দল এবং জোটের সমস্ত কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানালেন মোদী।
প্রসঙ্গত, বারাণসীতে মোদী ১ লক্ষ ৫২ হাজার ভোটে জয়ী হয়েছেন। তবে উত্তরপ্রদেশে এনডিএ কে হারিয়ে দিয়েছে 'ইন্ডিয়া' জোট।