মন্ত্রীত্বের অফার ছিল নওসাদ সিদ্দিকের কাছে। বাংলার একটি সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে একথা দাবি আই এস এফ প্রধানের। যদিও তাঁর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।
সাক্ষাৎকারে কী জানিয়েছেন?
বেসরকারি টিভি চ্যানেলের ওই সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকির দাবি, টাকা নিয়ে লোকসভা ভোটে না লড়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও টাকা তোলার স্বপ্ন তাঁর নেই বলে দাবি করে পুরো অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, তাঁর কাছে মন্ত্রীত্বেরও অফার ছিল। সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী হওয়ার সুযোগ ছিল তাঁর। অন্যদিকে জোট ভাঙার জন্য বামকেই দায়ি করেছেন তিনি। নাম না করে CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও কটাক্ষ করেছেন তিনি।
ডায়মন্ডহারবারের প্রার্থী দেওয়া নিয়ে বিভিন্ন মহলে একাধিক নাম শোনা যাচ্ছিল। রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে নওশাদ সিদ্দিকিকে। যদিও শেষে ওই কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ISF-এর মজনু লস্কর।