চতুর্থ দফার ভোটগ্রহণের দিন সকালেই ভোট দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের CPIM প্রার্থী এস এম সাদি। কৃষ্ণনগরের হিন্দু কল্যাণ প্রাইমারি স্কুলে ভোট দেন তিনি।
অন্যদিকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী নীরব খাঁও ভোট দেন। কালনার ২৬৪ নম্বর বিধাসভার ২০৪ নম্বর বুথের ভোটার তিনি।
Read More- দেশে ৯৫টি কেন্দ্র, বাংলায় ৮, শুরু হয়ে গেল চতুর্থ দফার ভোটগ্রহণ
চতুর্থ দফার ভোটগ্রহণের ঠিক আগের দিন রাতে খুন হলেন কেতুগ্রামের এক তৃণমূল কংগ্রেস কর্মী। কেতুগ্রামের আনখোনা গ্রামপঞ্চায়েতের চেঁচুরি গ্রামের ঘটনা। মৃত ওই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম মিন্টু শেখ। তাঁকে বোমা মেরে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।