একই বিমানে দিল্লি গেলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব এবং বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড) নেতা নীতীশ কুমার। তার জেরেই জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। ফের কি অন্য সমীকরণ শুরু হতে চলেছে দেশের রাজধানীতে?
মঙ্গলবার লোকসভার নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। দেখা গিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি BJP। ফলে সরকার গঠনে জোট সঙ্গীদের উপরেই নির্ভর করতে হবে নরেন্দ্র মোদীকে। সংবাদ সংস্থা সূত্রে খবর, নীতিশ কুমার এবং তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু জানিয়ে দিয়েছেন NDA-তেই থাকবেন তাঁরা। কিন্তু তারই মাঝে তেজস্বীর সঙ্গে একই বিমানে নীতিশ কুমারের দিল্লি যাত্রা অন্য মাত্রা যোগ করেছে জাতীয় রাজনীতিতে।
পাটনা থেকে থেকে দিল্লিগামী ভিস্তারার UK 718 বিমানে করে করে তাঁরা রওনা হয়েছেন। সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ বিমানটি ছাড়ে।
সরকার গঠন করা নিয়ে বুধবার বৈঠকে বসতে চলেছে NDA জোট। অন্যদিকে একই দিনে বৈঠকে বসবেন INDIA জোটের নেতারা। তারজন্য বুধবার দুপুরের বিমানে দিল্লি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সরকার গঠনের জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে NDA বিরোধী জোট।