সোমবার বহরমপুর কেন্দ্রে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। শক্তিপুরে একাধিক বুথে তৃণমূলের এজেন্ট ছাড়াই চলছে ভোট। শক্তিপুরের বাজারপাড়া এলাকার ১৪১, ১৪২, ১৪৩ নম্বর বুথে তৃণমূলের কোনও এজেন্ট নেই বলে অভিযোগ।
কয়েকদিন আগে শক্তিপুরের বাজারপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় অশান্তি হয়। স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, ওই ঘটনার পর আতঙ্কে কোনও তৃণমূল নেতা বুথ এজেন্ট দেওয়া সম্ভব হয়নি।
এদিকে বড়ঞায় ফের নতুন করে অশান্তির খবর এসেছে। বদুয়া গ্রামে ৪৮ ও ৪৯ নম্বর বুথ দখলের অভিযোগ উঠেছে তৃণমূল এজেন্টদের বিরুদ্ধে। সিপিআইএম এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।