লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মিটে গিয়েছে অধীর রঞ্জন চৌধুরীর লোকসভা কেন্দ্রে। কিন্তু কোনও খোঁজখবর নেয়নি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর সেকারণে ক্ষোভ প্রকাশ পেল প্রদেশ কংগ্রেস সভাপতির গলায়।
Read More- চতুর্থ দফাতেও একই চিত্র, বাংলার ৮ কেন্দ্রে কমল ভোটদানের হার
বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রচারে কোনও সর্বভারতীয় নেতা যাননি। তবে মাসদুয়েক আগে মুর্শিদাবাদ জেলা এবং বহরমপুরে ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছিলেন রাহুল গান্ধি। এবং নির্বাচনের আগে একবার এসেছিলেন মল্লিকার্জুন খড়গে। এরপর অন্য কোনও নেতাকে দেখা যায়নি। এবিষয়ে অধীরের দাবি, ভোট মেটার পরেও কোনও সর্বভারতীয় নেতা ফোন করে খোঁজ খবর নেননি। পুরো বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের কেউ খোঁজ নেননি। এমনকি রাজ্যের AICC পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর-ও খোঁজখবর নেননি। পুরো বিষয়টি দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন তিনি।