প্রথমদফা নির্বাচনের দিনেই মর্মান্তিক ঘটনা ধুপগুড়িতে। মৃত্যু হল এক CPIM কর্মীর। তিনি অস্থায়ী ক্যাম্পে বসে কাজ করছিলেন। সেসময়ই অসুস্থ হয়ে পড়েন। মৃত ওই কর্মীর নাম প্রদীপ দাস।
কী ঘটেছে?
জানা গিয়েছে, ধুপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকার ১৫/১২৪ নম্বর বুথের একটি ক্যাম্পে নির্বাচনী কাজ করছিলেন প্রদীপ। হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় প্রদীপবাবুর।
হঠাৎ এই ঘটনায় শোকস্তব্ধ CPIM কর্মী ও নেতারা। তাঁরা জানিয়েছেন, পেশায় সবজি বিক্রেতা প্রদীপবাবু দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। সেকারণে নির্বাচনের কাজেও নিযুক্ত ছিলেন তিনি। যদিও কী কারণে তাঁর মৃত্যু তা এখনও জানা যায়নি।