রবিবার পুরুলিয়ার রাজনৈতিক পারদ তুঙ্গে। কারণ এদিন মাত্র আট কিলোমিটারের মধ্যে নির্বাচনী কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এমনই চিত্র দেখেছিল পুরুলিয়াবাসী। যেখানে মাত্র ৫ কিলোমিটারের মধ্যে একই দিনে প্রচার সেরেছিলেন মোদী ও মমতা।
যত সময় গড়াচ্ছে লোকসভা নির্বাচনের উত্তেজনা ততই বাড়ছে। রাজ্যে কোনও রাজনৈতিক দলই এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। আর সেকারণে রাজ্যের প্রায় প্রতিটি লোকসভা কেন্দ্রে প্রচার করছেন নরেন্দ্র মোদী সহ গেরুয়া শিবিরের সর্বভারতীয় শীর্ষ নেতারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মাটি কামড়ে পড়ে রয়েছেন। প্রায় প্রতিটি লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভার পাশাপাশি রোড-শো করছেন তিনি।
Read More- পঞ্চম দফায় ফের অগ্নিপরীক্ষা রাহুলের, সোমবারের জন্য বাংলার সাত কেন্দ্রে প্রস্তুত
মোদী ও মমতার কর্মসূচি ঘিরে রবিবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরুলিয়ায়। মোদির সভাস্থল ঘিরে ফেলেছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা। মেটাল ডিটেক্টর সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।