২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। মালদায় নির্বাচনী প্রচারে গিয়ে SSC-র চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, শুধুমাত্র তৃণমূলের জন্যই বহু যুবকের আয় বন্ধ হয়েছে।
কী বলেছেন নরেন্দ্র মোদী?
নরেন্দ্র মোদী বলেন, "এরা এত বড় শিক্ষা দুর্নীতি করেছে যে ২৬ হাজার পরিবারের রুজিরুটি বন্ধ হয়ে গিয়েছে। এবং ধার নিয়ে পয়সা নিয়ে এসে তৃণমূল নেতাদের দিয়েছিল। এবং গরিব ভাই বোনেরা তারজন্য পথে বসতে হয়েছিল তাঁদের।"
Read More- ইভিএম-এ হবে ভোট, ১০০ শতাংশ VVPAT যাচাইয়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
গত সোমবার ২০১৬ সালের প্যানেল লিস্ট পুরোপুরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এর জেরে শিক্ষক, অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজার জন চাকরি হারিয়েছেন।