লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সম্প্রদায় এবং প্রথমবার ভোটদাতাদের শুভেচ্ছা জানান তিনি। সকলকে ভোটদানে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, ভোট দিয়ে যে শুধুমাত্র পছন্দের প্রার্থীকে জেতাবেন তা নয়, উজ্জ্বল ভারতও তৈরি হবে আপনাদের ভোটে।
কী লিখেছেন প্রধানমন্ত্রী?
নিজের করা ওই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন,"আজ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। ২১টি রাজ্যে এবং কেন্দ্র শাসিত অঞ্চলে মোট ১০২টি আসনে ভোট নেওয়া হচ্ছে। আমি রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। যুবক এবং প্রথমবার ভোটারদের ভোট দানে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ।"
স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট-
আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রথম দফার ভোট গ্রহণ শুরু হচ্ছে। আমি প্রত্যেককে ভোট দেওয়ার জন্য আবেদন করছি। যাতে করে সুরক্ষিত, উন্নত এবং স্বনির্ভর ভারত গঠন করা সম্ভব হয়। আপনার ভোট যে শুধুমাত্র লোকসভা এবং কোনও প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে তা নয়। উজ্জ্বল ভারতও তৈরি করবে।"