দেশজুড়ে চলছে চতুর্থ দফার ভোট। ভোটের দিন বিহারে অন্য মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাটনা সাহিবে মাথায় 'গেরুয়া' পাগড়িতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। গুরদোয়ারার ভক্তদের খাবার পরিবেশন করেন তিনি।
ঝাড়খণ্ড থেকে বাংলায় প্রচার সেরে রবিবারই বিহারে যান নরেন্দ্র মোদী। সোমবার বিহারে একাধিক জনসভা ও রোড শো আছে তাঁর। ওই জনসভায় থাকবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। মঙ্গলবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী। কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দেবেন। এরপর বারাণসীতে রোড শো ও জনসভাও করবেন প্রধানমন্ত্রী।