Prashant Kishor : 'আর ভবিষ্যদ্বাণী করব না'...ভুল স্বীকার করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর

Updated : Jun 08, 2024 08:28
|
Editorji News Desk

ভোটের ফলাফলের ভবিষ্যদ্বাণী করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর । কত ভোটে পেতে পারে বিজেপি, তাও জানিয়েছিলেন । কিন্তু ইভিএম খুলতেই উল্টো রেজাল্ট । ভবিষ্যদ্বাণী মিলল না প্রশান্ত কিশোরের । ভোটের ফল প্রকাশ হতেই তাঁর মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা, বিতর্কের ঝড় উঠল । অবশেষে, নিজের ভুল স্বীকার করে নিয়েছেন প্রশান্ত কিশোর । সেইসঙ্গে জানিয়েছেন, এধরনের ভবিষ্যদ্বাণী তিনি কোনও দিনও করবেন না ।

এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, "আমি আর নির্বাচনের সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে কখনও কোনও ভবিষ্যদ্বাণী করব না। আমি আমার বিশ্লেষণ জানিয়েছিলাম। আর আজ আমি ক্যামেরার সামনেই স্বীকার করছি আমার বিশ্লেষণে ভুল ছিল। শুধু ভুলই নয় ২০ শতাংশ নম্বরের ফারাক ছিল। তবে নম্বর টুকু বাদ দিলে দেখবেন আমি যা বলেছিলাম তাতে কোনও ভুল ছিল না'

প্রশান্ত কিশোর আরও বলেন,'আমি একজন ভোটকুশলী। আমার কাজ ভোটের রণকৌশল ঠিক করা। ভোটের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী আমি সাধারণত করি না। এ বারও করা উচিত হয়নি। '

কী ভবিষ্যদ্বাণী করেছিলেন  ?

প্রশান্ত কিশোর বলেছিলেন, ২০১৯ সালের ফলাফলই বজায় রাখবে বিজেপি । তবে ৪০০ পার কখনওই সম্ভব নয় । তবে বিজেপি ২৭০-এর নীচেও নামবে না। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি গেরুয়া শিবির ।

Prashant Kishor

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM