তৃতীয় দফার ভোটগ্রহণ পর্বের আগে বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সকলের কাছে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আর্জি জানান। পাশাপাশি নিজের কেন্দ্রে ভোটও দেন তিনি।
বাংলায় করা টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "আজকের এই পর্বের নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলের কাছে রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আর্জি জানাচ্ছি। তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।"
মঙ্গলবার সকালেই প্রথমে রাজভবনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি সেখান থেকে আমেদাবাদ নির্বাচনী বুথে পৌঁছন। এবং ভোট দেন। তাঁর সঙ্গে ভোট দিতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।