জনসংযোগে খামতি রাখতে চাইছেন না হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। শনিবার সকালে, টিকিট কেটে লোকাল ট্রেনে উঠে প্রচার সারলেন রচনা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া গামী লোকালে উঠে প্রচার সারেন বাংলার ‘দিদি নং ওয়ান’
Abhishek Banerjee: নগদ অর্থের পরিমাণ বেড়েছে অভিষেকের, তবে সেনাদানা একই, জানালেন হলফনামায়
রচনা জানান তিনি রোড শো করে প্রচার করেছেন, যারা চাকরির জন্য রোজ ট্রেনে চেপে বাইরে যাচ্ছেন তাঁদের সঙ্গে দেখা করতেই তিনি ট্রেনে প্রচার করেছেন। ট্রেন থেকে নেমে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন রচনা, ভোটারদের আবদার রেখে তোলেন সেলফিও। হুগলির তৃণমূল প্রার্থী জানান, অনেকদিন পর ট্রেনে উঠে তাঁর দারুণ লেগেছে।