হুগলির বলাগড়ে এই প্রথমবার বিরক্ত প্রকাশ রচনার। শনিবার প্রচারে গিয়ে, তিনি জানান তাঁর সমস্ত কিছু নিয়েই মিম করা হচ্ছে। হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে বাংলার ‘দিদি নং ওয়ান’কে।
রাজনৈতিক মহলের মতে, হুগলিতে প্রচারে গিয়ে গত কয়েকদিনে একাধিক মন্তব্য করেছেন রচনা। তা নিয়ে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে একাধিক মিমে। তাই নিয়েই ক্ষোভ প্রকাশ হুগলির তৃণমূল প্রার্থীর। তিনি জানান, তাঁর হাসিকেও মিম করা হচ্ছে। এমনকি তিনি যা খাচ্ছেন, যা বলছেন, হাত নাড়ছেন তা নিয়েও চলছে মসকরা।
সম্প্রতি, পান্ডুয়ায় এক হুগলি জেলায় ধোঁয়ার নজির দেখিয়েছিলেন রচনা। প্রচারে বেরিয়ে, প্রশংসা করেছিলেন সিঙ্গুরের গরুর। দই খাওয়া প্রসঙ্গেই হুগলির গরুর প্রশংসা করেছিলেন ঘাসফুলের প্রার্থী। এই সবই কার্যত মিমাররা লুফে নিয়েছিলেন। এবার তা নিয়েই বিরক্তি প্রকাশ দিদি নং ওয়ানের।